শিরোনাম
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিস্তারিত
২৪/০৪/২০২২ খ্রি. বেলা ১১.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, বরগুনা'র সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয়ের সভাপতিত্বে ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দদের নিয়ে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে লঞ্চ, বাস, ট্রাকসহ সকল পরিবহন যথাযথ আইন মেনে চলাচলর লক্ষ্যে পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের আন্তরিক ভূমিকা রাখা এবং সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীক নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভূমিকা রাখার জন্য পুলিশ সুপার মহোদয় আহবান জানান। এ সকল সেক্টরে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি টহল ব্যবস্থা ও তৎপরতা ইতিমধ্যে জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে আরো পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হবে মর্মে পুলিশ সুপার মহোদয় আশ্বস্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বরগুনা, অফিসার ইনচার্জ, বরগুনা থানা এবং বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর কবীরসহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।