Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পুলিশ সুপারের কার্যালয় (সুরক্ষা বরগুনা)
বিস্তারিত

মায়ের কোলে শিশু যেমন পরম মমতায় থাকে, তেমনি বরগুনা জেলার মানুষের পাশে পুলিশের  ভূমিকাকে তুলে ধরতে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
ব্যতিক্রমধর্মী এ ভাস্কর্যটি নিজ উদ্যোগে এবং নিজের খরচে নির্মাণ করেছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম। আর এ ভাস্কর্যটির নাম দিয়েছেন ‘সুরক্ষা বরগুনা।’

‘মায়েরই মমতা দিয়ে রাখিব নিরাপদ, সৈকতে সবুজ বরগুনা’র এই জনপদ’। শ্লোগানের সাথে মিল রেখে ভাস্কর্যটিতে মায়ের মমতা দিয়ে একটি হাস্যজ্জল শিশুকে আগলে রাখার চিত্র তুলে ধরা হয়েছে। মায়ের পরনে সবুজের লাল পেড়ে শাড়িকে ঘন সবুজের মাঝে স্বাধীনতার লাল সূর্য্যকে বোঝানো হয়েছে।