আসন্ন শারদীয় দূর্গাপূজা/২০২২ উদযাপন উপলক্ষে অদ্য ১১-০৯-২০২২ খ্রি. দুপুর ০১.৩০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বরগুনা জেলাধীন থানা সমূহের পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারি এবং সকল থানার 'কমিউনিটি পুলিশিং' এর নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা মহোদয়। এ সময় বরগুনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানা/ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় জেলার প্রতিটি পূজা মন্ডপের অবস্থান, নিরাপত্তা ও সামাজিক আন্তঃসম্পর্কের বিষয়ে পৃথক পৃথক ভাবে খোঁজখবর নেন এবং নির্বিঘ্নে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেন। একই সাথে সংশ্লিষ্ট 'পূজা উদযাপন কমিটি' ও 'কমিউনিটি পুলিশিং' এর সদস্যবৃন্দকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য আহবান জানান। এছাড়াও তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর বিস্তার রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন। এ সময় উক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস