শিরোনাম
"উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের করণীয়" শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত"
বিস্তারিত
(১৯ সেপ্টেম্বর/২০২৩ খ্রিঃ) ড্রিল সেড, পুলিশ লাইন্স বরগুনাতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপি, ঢাকার আয়োজনে ও জেলা পুলিশ বরগুনার সহযোগিতায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক "উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের করণীয়" শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা মহোদয়। সেমিনারটিতে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইদ নাসিরুল্লাহ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপি ঢাকা। এসময় তিনি উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন এবং উগ্রবাদ জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় বর্জনীয় ইত্যাদি বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বরগুনা।
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বরগুনা; জনাব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বরগুনা; জনাব মোঃ আবু ছালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল), বরগুনা; জনাব মোঃ আমজাদ হোসেন, জেল সুপার, জেলা কারাগার, বরগুনা; জনাব মোঃ সহিদুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরগুনা সহ জেলা পুলিশ বরগুনা, জেলা কারারক্ষী বাহিনী বরগুনা ও আনসার ও ভিডিপি বরগুনার বিভিন্ন পদমর্যাদার সদস্য বৃন্দ।