শিরোনাম
"উগ্রবাদ প্রতিরোধে করণীয়" জনপ্রতিনিধি,গনমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত"
বিস্তারিত
(২০ সেপ্টেম্বর/২০২৩ খ্রিঃ) ড্রিল সেড, পুলিশ লাইন্স বরগুনাতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপি, ঢাকার আয়োজনে ও জেলা পুলিশ বরগুনার সহযোগিতায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক "উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধি,গনমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা" শীর্ষক
দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, বরগুনা মহোদয়। সেমিনারটিতে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইদ নাসিরুল্লাহ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপি ঢাকা। এসময় তিনি উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন এবং উগ্রবাদ জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় বর্জনীয় ইত্যাদি বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা মহোদয়।
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনা; জনাব মোঃ কামরুল আহসান মহারাজ, মেয়র বরগুনা পৌরসভা, বরগুনা; জনাব মোঃ মনিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বরগুনা সদর, বরগুনাসহ বরগুনা জেলার অন্যান্য পৌরসভার,উপজেলা , ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বরগুনা জেলার সর্বস্তরের গনমাধ্যম কর্মী এবং গন্যমান্য ব্যক্তি বর্গ।