ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ০৭ই মার্চ, ২০২৩ খ্রি. বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে "জেলা মুজিব অঙ্গন"-এ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জনাব মোঃ আবু ছালেহ, অতিরিক্ত পুলিশ সুপার, পাথরঘাটা সার্কেল, বরগুনা মহোদয়। এ সময়ে জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসন, বরগুনা সহ জেলার বিভিন্ন প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসমূহ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস