শিরোনাম
চুরি যাওয়া ব্যাটারি চালিত অটোরিকশা, ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।
বিস্তারিত
কিছুদিন পূর্বে চান্দখালী বাজার হতে চারটি ব্যাটারি সহ একটি অটোরিক্সা চুরি হয়। বিষয়টি পুলিশ সুপার, বরগুনা মহোদয়ের দৃষ্টিগোচর হলে তার নির্দেশনায় পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করে।
অতঃপর গত ২৯/০৯/২০২২ইং তারিখ বেতাগী থানাধীন চান্দখালী বাজার হইতে ১। মোঃ সাবু আসলাম (১৭) পিতা- মোঃ বাবুল সরদার, সাং- সোনাতলা, নতলটোনা ইইপি এবং ২। মোঃ রবিউল হাসান (১৪) পিতা- গোলাম মোস্তফা সাং- পৌর মার্কেটের পিছনে বরগুনা পৌরসভা। উভয় থানা- বরগুনা, জেলা- বরগুনা। তাহাদের নিকট হইতে ইং- ২৯/৯/২০২২
তারিখ চুরি যাওয়া ব্যাটারি চালিত অটোরিকশা, ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।