শিরোনাম
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন পুলিশ সুপার মহোদয়
বিস্তারিত
১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি: বরগুনা জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ কর্তৃক জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়।
বর্ণাঢ্য র্যালিটি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ
শেষে বরগুনা জেলা সার্কিট হা্উজ মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষ্যে ফিতা কেটে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়। পরে পুলিশ সুপার মহোদয় উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাঃ রফিকুল ইসলাম মহোদয় সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।