শিরোনাম
জেলা গোয়েন্দা শাখা বরগুনা কর্তৃক অভিযানে মাদক সেবনকারী আটক এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান
বিস্তারিত
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোঃ আবদুস ছালাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গত ১৭/০১/২০২৪ খ্রীঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই(নিঃ)/ মোঃ মারুফ আহম্মেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার সদর থানাধীন ইটবাড়িয়া তুলাতলে হতে নিম্ন বর্ণিত ব্যক্তিগণকে গাজা সেবন অবস্থায় গ্রেপ্তারপূর্বক জনাব আবু সালেহ মোঃ আরমান ভূইয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনার মাধ্যমে সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তি - ০১। মোঃ সাগর খান (৪০) পিতা- মোঃ জুলফিকার আলী, সাং- উত্তর ইটবাড়িয়া, ০২। মোঃ বাশার মৃধা (৪০) পিতা- মৃত তোজম্বর মৃধা, সাং- দক্ষিন ইট বাড়িয়া ০৩। মোঃ পনু আকট (৫০) পিতা- মৃত নূরু আকন, সাং- উত্তর ইটবাড়িয়া সর্ব থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা - ০৬ মাস কারাদন্ড।
ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা প্রদানের কার্যক্রম শেষে সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়।