ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বরগুনা জেলায় "হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম"
বিস্তারিত
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের কার্যকরী নির্দেশনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বরগুনা জেলায় "হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম" আরো বেগবান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯/১১/২০২২ ইং বরগুনা জেলা গোয়েন্দা শাখার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম খান মহোদয়ের তত্বাবধায়নে এসআই (নিঃ) জাহিদুল ইসলাম কবির এর মাধ্যমে হারানো মোবাইল উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিক মোঃ ফিরোজুল ইসলাম, পিতা-নুরুল ইসলাম দঃ দনিয়া, রহমাতবাগ, শ্যামপুর ,
ঢাকা কে বুঝিয়ে দেয়া হয়।