শিরোনাম
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে "হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম"
বিস্তারিত
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের কার্যকরী নির্দেশনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বরগুনা জেলায় "হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম" আরো বেগবান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০/০৯/২০২২ ইং জেলাধীন আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উপস্থিতিতে এসআই/ মোঃ আব্দুল বারেক জনৈক মোঃ হাসান হাওলাদার, পিতা-মোহাম্মদ শহিদুল ইসলাম হাওলাদার, সাং-গুলশা খালি, ৯নং ওয়ার্ড,থানা-আমতলী, জেলা-বরগুনা , এবং ইন-চার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা তত্ত্ববধানে এএসআই (নিঃ)
মোঃ শহিদুল ইসলাম এবং কং/আব্দুল্লাহ আল রিয়াদ এর মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিকের বাবা মোঃ লিটন মিয়া (৪০), পিতা- আব্দুল হাকিম খান, সাং- দক্ষিন ফুল ঢলুয়া, থানা ও জেলা-বরগুনা এর নিকট পৃথকভাবে বুঝিয়ে দেয়া হয়।