“স্মার্ট পুলিশ,স্মার্ট দেশ শান্তি প্রগতির বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে ২৭/০২/২০২৪ খ্রি. তারিখে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগ, ঢাকায় "পুলিশ সপ্তাহ- ২০২৪" উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশ পুলিশের বীরত্বপূর্ণ ইতিহাস, করোনাকালীন সময়ে বাংলাদেশ পুলিশের সাহসি ভূমিকাসহ বর্তমানে সময়ে ডিজিটালাইজড পুলিশের সাফল্যের কথা তুলে ধরেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য 'স্মার্ট পুলিশ বাহিনী' গড়ে তোলার জন্য কাজ করছেন বলে জানান। অদ্যকার কল্যাণ সভায় বরগুনা জেলা পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার সহ জেলা পুলিশ এবং জেলার অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্যগণ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস