শিরোনাম
পুলিশ সুপার জনাব আবদুস ছালাম মহোদয় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
বিস্তারিত
শারদীয় দূর্গাপূজা/২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরগুনা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব আবদুস ছালাম মহোদয় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার(পাথরঘাটা সার্কেল) ও অফিসার ইনচার্জ, পাথরঘাটা থানাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয়সহ অতিথিবৃন্দ
সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।