জনাব অনীশ কীর্ত্তনিয়া সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিস) এর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, বরগুনার সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বরগুনা জেলা পুলিশের সাথে কাজের স্মৃতি স্বরূপ তার হাতে ক্রেস্ট তুলে দেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল হালিম সহ জেলা পুলিশের অন্যান্য
উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।