০৬ নভেম্বর, ২০২২খ্রি: বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে "মাসিক অপরাধ সভা" শেষে জেলা পুলিশ, বরগুনা কর্তৃক সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) জনাব মোঃ তোফায়েল হোসেন সরকার- এঁর বদলি জনিত কারনে “বিদায় সংবধনা” অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) জনাব মোঃ তোফায়েল হোসেন সরকার -কে বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেন জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা মহোদয়। এই সময় অনুষ্ঠানে জনাব
এস এম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মহোদয় এবং সকল ইউনিট ইনচার্জগন উপস্থিত ছিলেন।