Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরগুনার আমতলীতে ডিবি'র অভিযানে ব্রিটিশ সময়কালের পিলার সহ ০১ জন আটক
বিস্তারিত
গতকাল ২২ শে জুন, ২০২৩ ইং বিকাল ০৫ঃ৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনার এসআই (নিঃ) মো বশির আহম্মেদ- এর নেতৃত্বে একটি চৌকশ টিমের অভিযানে জেলাধীন আমতলী থানার ছোট নীলগঞ্জ নামক স্থান হতে আসামী আঃ মজিদ গাজী (৬৫) পিং- মৃতঃ মোমেন গাজী, সাং- ছোট নীলগঞ্জ, ০৬ নং আমতলী ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনাকে তার দখলে থাকা একটি ব্রিটিশ সময়কালের পিলার সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি, গোলাকার প্রস্থ ২৪ ইঞ্চি, ওজন ২১(একুশ)  কেজি ২০০(দুইশত) গ্রাম। উপরে খোদাই করা ইংরেজিতে BRS লেখা আছে এবং নিচের অংশে পিতলের উপর ০৩ (তিন) টি ছিদ্র ও ইংরেজিতে EAST INDIA CO. 1818 লেখা আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/06/2023
আর্কাইভ তারিখ
31/07/2023