অদ্য ১২-১২-২০২১খ্রি. র্যাব-৮, বরিশালের আয়োজনে বরগুনা'র পাথরঘাটা উপজেলা পরিষদ হল রুমে "উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অতিঃ আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম, মহাপরিচালক, র্যাব ফোর্সেস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ ও জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়। এ সময় জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা মহোদয় উপস্থিত ছিলেন এবং তিনি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
মাননীয় প্রধান অতিথি মহোদয় উপকূলীয় অঞ্চলে যারা এখনও দস্যুপনা করছেন তাদের ফিরে আসার আহবান জানান ও প্রয়োজনে তাদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি দস্যুদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ জেলেদের জীবিকা ব্যাহত করলে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। সুন্দরবনকে যেমন বনদস্যু মুক্ত করা হয়েছে, তেমনি সমুদ্র ও উপকূলীয় অঞ্চল জলদস্যু মুক্ত রাখা হবে মর্মে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস