শিরোনাম
বরগুনার পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ ব্যাক্তি আটক
বিস্তারিত
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে 'বরগুনা জেলা পুলিশ' সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ০৭/১১/২০২২ খ্রিঃ রাত ০১.১০ সময় ০১.১০ এসআই/মোঃ দাদন মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানাধীন আমতলী পৌরসভার ০৯নং
ওয়ার্ডস্থ বাশতলা সাকিনে জনৈক মোঃ জুয়েল আকন (২৫) পিং- মৃত মনু আকন এর বাড়ীর সামনে পশ্চিম পাশের্ পাকা রাস্তার উপর হইতে ১। মোঃ জুয়েল আকন (২৫) পিং- মৃত মনু আকন, মাতা- মনোয়ারা বেগম, সাং- হোল্ডিং নং- ৮৫৪, মধ্য আমতলী, ০৯নং ওয়র্ড, আমতলী পৌরসভা, থানা- আমতলী, জেলা- বরগুনাকে ধৃত করিয়া আসামীর দখল হইতে উদ্ধারকৃত ৬০০ (ছয়শত) গ্রাম কথিত গাঁজাসহ গ্রেফতার করেন। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩৬,০০০/- টাকা।
ঘটনা সংক্রান্তে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।