বরগুনার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস ছালাম মহোদয়ের নির্দেশক্রমে মৃতঃ পুলিশ সদস্য কনস্টেবল মোঃ বশির এর পারিবারিক পেনশন মুঞ্জরীসহ আর্থিক সাহায্যের সকল কার্যক্রম সম্পন্ন করা হয় :-
বিস্তারিত
মৃতঃ পুলিশ সদস্য কনস্টেবল মোঃ বশির সদর কোর্ট, বরগুনায় কর্মরত থাকাকালীন গত ১২/০৭/২০২৩ ইং সকাল ০৭ঃ৪০ ঘটিকায় বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি গত ০১/১১/১৯৮৫ ইং বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করে পুলিশেল বিভিন্ন ইউনিটে দীর্ঘদিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে
সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ সুপার, বরগুনার নির্দেশক্রমে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পারিবারিক পেনশন প্রস্তাব, বাংলাদেশ পুলিশ পরিবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তাব, বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের প্রস্তাব বাংলাদেশ যৌথ বীমা এককালীন প্রস্তাব, বাংলাদেশ পুলিশ কমিউনিটি ব্যাংকে জমাকৃত ৩০,২০০/- টাকা ফেরত পাওয়ার প্রস্তাব প্রেরনসহ সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন শেষে অদ্য 04/10/২০২৩ ইং পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম মহোদয় মৃত পুলিশ সদস্যের নমিনী সুলতানা রাজিয়াকে জিপিএফ এ জমাকৃত 5,07,081/- এবং ছুটি নগদায়ন বাবদ 4,20,000/- টাকার চেক বুঝিয়ে দেন। মৃত পুলিশ কনস্টেবলের পরিবারের সদস্যদের খোজ খবর নেন এবং যেকোন বিষয়ে বরগুনা জেলা পুলিশ পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।