শিরোনাম
বরগুনার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ও গাঁজা) সহ ০৪ ব্যাক্তি আটক
বিস্তারিত
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে 'বরগুনা জেলা পুলিশ' সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ০৬/১১/২০২২ খ্রিঃ রাত ০৮.০০ ঘটিকার সময় বামনা থানার এসআই (নিঃ) অসীম বিশ্বাস, সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের
ভিত্তিতে বামনা থানাধীন ০১ নং বুকাবুনিয়া ইউনিয়নের অন্তর্গত পূর্ব লতাবুনিয়া সাকিনের জনৈক মোঃ আল-আমিন (২০), পিতা- মোঃ মিজানুর রহমান, মাতা- মোসাঃ রিনা বেগম, সাং- কালাইয়া, ০৬ নং ওয়ার্ড, ০১ নং বুকাবুনিয়া ইউপি, থানা- বামনা, জেলা- বরগুনাকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা।
এছাড়া গত ০৬/১১/২০২২ খ্রি. তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনা'র এসআই (নিঃ) মোঃ মোশারেফ হোসেন সংগীয় অফিসার ফোর্স সহ বামনা থানাধীন ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিন গুদিঘাটা সাকিনের মোঃ নয়ন@ইউসুফ খান (২৬), পিতা- মৃত ওয়াজেদ আলী খান, সাং-দক্ষিন গুদিঘাটা, থানা ও জেলা- বরগুনাকে অবৈধ মাদক ৯০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন, যাহার মূল্য অনুমান ৯,০০০/- (নয় হাজার) টাকা।
সবিশেষ গত ০৬/১১/২০২২ খ্রি. তারিখ ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনা'র এসআই (নিঃ) জাহিদুল ইসলাম কবির সংগীয় অফিসার ফোর্স সহ বরগুনা থানাধীন বালিয়াতলী ইউপির আলী হোসেন এর মোড়ে ১। মোঃ হুমায়ুন কবির @ কবির হাং (৪০), পিতা- মোঃ আঃ মন্নান হাং ও ২। মোঃ সজিব মৃধা (২২), পিতা- আব্দুল জলিল মৃধা, উভয় সাং- পরীরখাল, থানা ও জেলা- বরগুনাদ্বয়কে অবৈধ মাদক ৬০ (ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। যার অবৈধ বাজার মূল্য অনুমান ১৮,০০০/- টাকা।
উল্লেখিত ভিন্নভিন্ন তিনটি মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্ট থানা সমূহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।