শিরোনাম
বরগুনার সদর থানা পুলিশের অভিযানে ২০০ পিচ ইয়াবা সহ ০২ জন আসামি গ্রেফতার
বিস্তারিত
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯/১০/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই/ মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা
থানাধীন ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদাবাড়ীয়া সাকিনস্থ আয়লাপাতাকাটা বাজার টু বাদামতলা পাঁকা রাস্তার উপর থেকে ধৃত আসামী ১. মোঃ হালিম মাতুব্বার(৪০), পিতা-মোঃ সোবাহান মাতুব্বার ,স্থায়ী: গ্রাম- হরিদ্রাবাড়ীয়া, উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনা, ২. মোঃ হিরু ফকির (৩৭), পিতা-আঃ আজিজ ফকির ,স্থায়ী: আদাবারীয়া গ্রাম- আদাবাড়ীয়া (আদাবারীয়া) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনা’কে ২০০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।