শিরোনাম
বরগুনায় আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
বিস্তারিত
০২ জুন, ২০২৩ ইং শুক্রবার সকালে বরগুনা আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মো. সেলিম মহোদয়।
ফলক উন্মোচনের পর জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচারপতি মো. সেলিম বলেন, ‘বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য
প্রধান বিচারপতির নির্দেশে সারা দেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। ০১ (এক) হাজার স্কয়ার ফিটের এ বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যান্টিন সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন ন্যায়কুঞ্জের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব মোহাম্মদ আনিসুর রহমান, বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস সালাম মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব ফয়সাল আহমেদ, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব দাস সহ পৌর মেয়র কামরুল ইসলাম মহারাজ প্রমুখ।