শিরোনাম
বরগুনায় আসামীকে নির্দোষ প্রমাণ করতে বড় ভাইয়ের ঘর পোড়ানোর নাটক; পুলিশের বিভ্রান্ত না হওয়ার আহবান
বিস্তারিত
গত ১১/০২/২০২৩ ইং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনার অভিযানে বরগুনা সদর থানার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি সাকিনস্থ কনস্টেবল মোঃ কাওসার নামে এক পুলিশ সদস্যকে (সাময়িক বরখাস্তকৃত) তার নিজ বাড়ির সামনে হতে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের সংবাদ পেয়ে আসামীর বড়ভাই ফেরদৌস হোসেন বাবু (সাবেক বিজিবি সদস্য) ঘটনাস্থলে গিয়ে আইনবহির্ভূতভাবে আসামীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অহেতুক
পুলিশের সাথে তর্ক-বিতর্কে লিপ্ত হন। অনেক চেষ্টার পরেও ব্যর্থতা বশতঃ পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে এবং পাবলিক সিমপ্যাথি পাওয়ার আশায় নিজের "সীমান্ত বাবু" নামক ফেসবুক আইডি হতে লাইভে এসে বসতঘর পোড়ানোর নাটক করেন। সংবাদ প্রাপ্তির পরপরই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু পরিদর্শনকালে সামাজিক মাধ্যমে লাইভ-এ এসে অভিযোগকারীর বসতঘর পোড়ানোর দাবীর স্বপক্ষে কোন প্রমাণ পাওয়া যায় নাই। মূলত আসামীর বড়ভাই তার ছোট ভাইয়ের কৃত অপরাধ ভিন্ন খাতে নেওয়ার জন্য এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ আরোপ করেন এবং সামান্য শুকনো খড়কুটার সাহায্যে নিজ বসতঘরের বারান্দার চালায় পরিকল্পিতভাবে আগুন লাগানোর নাটক করেন। লাইভে থাকাকালীনই পার্শ্ববর্তী লোকজনের মাধ্যমে তৎক্ষণাৎ সেই আগুন নিভিয়ে ফেলা হয়; এতে বসতঘরের কোন ক্ষতি হয় নাই।
উক্ত বিষয়টি গত ০২ দিন যাবত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে অদ্য ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ইং বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় "প্রেস ব্রিফিং" -এর মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরে উল্লেখিত বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় সচেতন বরগুনাবাসী সহ সবাইকে "সীমান্ত বাবু" নামক ফেসবুক আইডি হতে পুলিশের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত প্রচারণার বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য আহবান জানিয়েছেন। পাশাপাশি এই ধরনের যেকোন মিথ্যা ও বানোয়াট তথ্য/ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন। একইসাথে যারা উল্লেখিত ঘটনা সংক্রান্তে ভিডিও/তথ্য সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, তাদেরকে অবিলম্বে সেটি অপসারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।