শিরোনাম
বরগুনায় ক্লু-লেস মারুফা হত্যা মামলার রহস্য উদঘাটন, ০২ জন আসামি গ্রেফতার এবং আসামীর স্বীকারোক্তি প্রদান
বিস্তারিত
বরগুনায় আলোচিত মারুফা আক্তার (১৫) হত্যাকাণ্ডের পরপরই বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের নির্দেশক্রমে জেলাধীন তালতলী থানায় উক্ত ঘটনা সংক্রান্তে হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু হয়। একপর্যায়ে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখার এসআই/নিঃ মোঃ মোশাররফ হোসেন এর উপর অর্পণ করা হয়।
পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও তদারকি এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা
শাখার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। অতঃপর গত ০২/০৪/২০২৩ ইং আসামি মোঃ কবির সিকদার (৪০), পিতা- আঃ জব্বার সিকদার, সাং- গোড়া ঠাকুরপাড়া, থানা- তালতলী, জেলা- বরগুনাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
আসামী মোঃ কবির সিকদার তার জবানবন্দিতে স্বীকার করে যে, সে নিজে এবং তার সহযোগী আয়নাল ফকির মিলে ভিকটিম মারুফা (২৫) কে জোরপূর্বক চার (০৪) বার ধর্ষণ করে। ভিকটিম এই কথা সবাইকে বলে দেওয়ার হুমকি দিলে আসামীরা তার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। হত্যার পরে ভিকটিমের লাশ তার বাবার কবরের পাশে রেখে আসামীরা পালিয়ে যায়।
অতঃপর গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অপর আসামি আয়নাল ফকিরকে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন গোবিন্দগজ্ঞ বাজার হতে গ্রেফতার করে গতকাল ১৬/০৪/২৩ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত অব্যহত আছে।