শিরোনাম
বরগুনায় চোরাইমাল সহ ০২ ব্যাক্তি আটক, মামলা দায়েরঃ
বিস্তারিত
বরগুনা জেলার সদর থানাধীন ৬নং বুড়িরচর ইউনিয়নের রায়েরতবক ১নং ওয়ার্ড হতে গতকাল ১৮/০৪/২৩ ইং তারিখ ব্যাটারি চালিত একটি অটোরিক্সা চুরি হয়। পরে দূরবর্তী স্থান হতে চুরি যাওয়া অটোরিক্সা এবং অদ্য ১৯/০৪/২৩ ইং তারিখ অটোরিক্সার ০৪টি ১২ বোল্ড ব্যাটারী (যাহার মূল্য অনুমান ৪৫,০০০/-টাকা) বিক্রির সময় ব্যাটারি সহ ০২ (দুই) জন চোর আটক হয়।
সংবাদ প্রাপ্তির পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরাই ব্যাটারি সহ জনগণ কর্তৃক আটককৃত ০২ ব্যাক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ সাইফুল ইসলাম(৩০), পিতা-আঃ জব্বার খান, সাং-কালীপুর কামারহাট, ৯নং ওয়ার্ড, ৫নং কাঠাঁলতলী ইউনিয়ন, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, এ/পি-লাকুরতলা (রেন্ট্রিতলা ইসমাইল এর ভাড়াটিয়া বাসা), ২নং গৌরীচন্না ইউনিয়ন, থানা ও জেলা-বরগুনা এবং ২। মোঃ রফিকুল ইসলাম আলম(২২), পিতা-মোঃ মনির মৃধা, সাং-পুরাঘাটা, ৮নং ওয়ার্ড, ৬নং বুড়িরচর ইউনিয়ন, থানা ও জেলা-বরগুনা।
গ্রেফতারকৃত ০২ জন সহ অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে চুরি যাওয়া অটোরিক্সার মালিক মোঃ নজরুল ইসলাম(৪০), পিতা-মৃত সেকান্দার সিকদার, সাং-রায়েরতবক, ১নং ওয়ার্ড, ৬নং বুড়িরচর ইউনিয়ন, থানা ও জেলা-বরগুনা সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।