বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম—সেবা, মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ০৫/০৭/২০২৪ খ্রিঃ তারিখ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ মোঃ ইমাম হোসেন সোহাগ সঙ্গীয় অফিসা/ফোর্সের সহায়তায় বরগুনার (গ্রাম/মহল্লা/ওয়ার্ড নং)- বরগুনা জেলার আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ চৌরাস্তার দক্ষিণ পাশে আমতলী টু কলাপাড়া গামী পাকা রাস্তার পশ্চিম পাশে বাদলের খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে
ধৃত আসামী ০১। মোঃ মিলন মোল্লা (৪০) পিতা মৃতঃ সেকেন্দার মোল্লা, মাতা- সেতারা বেগম, সাং- স্থায়ী গ্রাম- রুপাতলী (যুবক হাউসিং ২৫ নং ওয়ার্ড) থানা- বরিশাল সদর (কোতোয়ালি), জেলা- বরিশাল, ০২। আসামী গোলাম রাব্বি (২৫) পিতা- মৃত আইয়ুব আলী খান, মাতা- রুলিয়া বেগম, সাং- ( তাজকাঠী ২৩ নং ওয়ার্ড) থানা- বরিশাল সদর (কোতোয়ালি) জেলা- বরিশাল’কে ০২(দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৮০, ০০০/-(আঁশি হাজার টাকা
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস