শিরোনাম
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও হিরোইন সহ ০২ জন আসামি গ্রেফতার
বিস্তারিত
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২৩/০৮/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই/ জ্ঞান কুমার দাস এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও
ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন ০৬ নং ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী ০১ নং ওয়ার্ড থেকে ধৃত আসামী ১। মোঃ রাসেল হাওলাদার (৩৫) পিং- মোঃ বারেক হাওলাদার ০২। মোসাঃ জেসমিন বেগম (২৭) স্বামী- মোঃ রাসেল হাওলাদার, উভয় সং- দক্ষিণ-পশ্চিম আমতলী, ০১ নং ওয়ার্ড ০৬ নং আমতলী ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনাদ্বয়'কে' ৫১ প্যাকেট হেরোইন, যাহার ওজন ১৫.৬০ গ্রাম এবং ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৭৯,৫০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।