শিরোনাম
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার
বিস্তারিত
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২০/০১/২০২৪ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ ইমাম হোসেন সোহাগ এর
নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বরগুনা জেলার, বরগুনা সদর থানাধীন ০৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ থেকে ধৃত আসামী আসামী ১. মোঃ সজিব ফকির (২০) পিতা- মোঃ স্বপন ফকির, মাতা- মোসাঃ শেফালী বেগম, সাং- সাহেবের হাওলা ০৯ নং ওয়ার্ড ০৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন, ২. মোঃ সজীব (২৪) পিতা- বাদল, মাতা- রেভা বেগম, সাং- হোল্ডিং নং ৫৮১, বাইশতবক ০৪ নং ওয়ার্ড ফুলঝুরি ইউনিয়ন উভয় থানা ও জেলা- বরগুনা‘কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৩০,০০০/-টাকা।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।