শিরোনাম
বরগুনায় ডাকাতি প্রস্তুতির সময় আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার
বিস্তারিত
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০৯/১০/২০২৩ খ্রি. রাত্র ০৮.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই/নিঃ রাসেল মাহমুদ এর নেতৃত্বে বরগুনা সদর থানা ও বরগুনা জেলা গোয়েন্দা শাখার ৮/১০ জন পুলিশের একটি চৌকশ দল ডাকাতির প্রস্ততিকালে বরগুনা সদর থানাধীন ৩ নং ফুলঝুরি ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ ছোট গৌরীচন্না সাকিনস্থ গলাচিপা বাজারের মীরেরহাট যাওয়ার সংযোগ সড়কের
পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে অস্ত্রসস্ত্র সহ ১।এইচ এম রানা @ সিদ্দিক (৪৫) পিতা- মৃত আবুল হাসেম ফেতু @ ফেতর উদ্দিন, সাং- বেতমোড়া, থানা- বেতাগী, জেলা-বরগুনাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তার কাছে ডাকাতি কাজে ব্যবহৃত ১। ০১ টি স্টৈইলনেস স্টীলের দেশীয় তৈরী শর্ট গান ২। ০৯ রাউন্ড তাজা গুলি ৩। ১ টি চাকু ৪। টর্চ লাইট; উদ্ধার করা হয়।
পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।