বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস সালাম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ইং ১২/০৯/২০২২ খ্রি. রাত্র ০৯ঃ৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই/নিঃ মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে ৮/১০ জন পুলিশের একটি চৌকশ দল ডাকাতির প্রস্ততিকালে আমতলী থানাধীন ৭ নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের "আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালইয়" এর পিছনের খালে ইঞ্জিন চালিত নৌকার মধ্যে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র সহ ৮/১০ জন ডাকাতের মধ্যে ডাকাত সদস্য ১। মোঃ আবুলা কালাম (৫০); ২। মোঃ ফোরকান প্যাদা (৩৬) ও ৩। মোঃ শাহিন খান@ লাল্টু (২২), সর্ব সাং- পশ্চিম চিলা (৪নং হলদিইয়া ইউপি), থানা-আমতলী, জেলা-বরগুনাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাত দলের বাকি সদস্যরা এ সময় পালিয়ে যায়। এই সময় তাদের কাছে ডাকাতি কাজে ব্যবহৃত ১। ০১ টি ইঞ্জিন চালিত নৌকা; ০২। ০২টি বন্দুক সাদৃশয় বস্তু যাহা আগ্নেয়াস্ত্র নয়; ০৩। ০৩টি বগি দা; ০৪। ০১টি কাস্তে; ০৫। ০১টি সুচালো রড; ০৬। ০১টি সুচালো চরা সাবল; ০৭। ০১টি হাত করাত; ০৮। ০১টি সেলাই রেঞ্জ; ০৯। ০১টি স্ক্রু ড্রাইভার ও ১০। ০১ টি হাতুরি উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই পুলিশ সুপার জনাব মোঃ আবদুস সালাম মহোদয় আমতলী থানাধীন উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় গ্রেফতারকৃত ডাকাত ও উদ্ধারকৃত ডাকাতির আলামত পরিদর্শন শেষে ঘটনার সাথে সংশ্লিষ্ট বাকিদের গ্রেফতারের লক্ষ্যে জোড়ালো অভিযান পরিচালনার নির্দেশ দেন। পরবর্তীতে গ্রেফতারকৃত ডাকাতদের তথ্যমতে ডাকাত দলের সাথে জড়িত নান্নু গাজী (৩০) কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস