Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ০৬ জুয়াড়ি আটক
বিস্তারিত
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনা'র অভিযানে ২৫/১১/২০২২ খ্রী. রাত ০৮.৪৫ ঘটিকার সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ বরগুনা সদর থানার ৬ নং বুড়িরচর ইউনিয়নের গাবতলা এলাকা থেকে জুয়াড়ি ০১। মোঃ হাবিবুর রহমান হাং (৫৮), পিং মৃত খবির উদ্দিন হাং সাং চালিতাতলি; ০২। মোঃ আবুল হোসেন হাং,  পিং মৃত আইয়ুব আলি হাং; ০৩। মোঃ মোকলেছ হাং,  পিং  নৃত. আকাব্বর আলি হং, উভয় সাং চরক গাছিয়া; ০৪। মোঃ সোহরাফ ফকির,  পিং মোঃ মোসলেম আলি ফকির; ০৫। মোঃ বাদল হাং পিং দলিল উদ্দিন হাং, উভয় সাং কেওড়াবুনিয়া এবং ০৬। মোঃ কালাম মৃধা, পিং- মৃত ইসমাইল মৃধা, সাং- লতাবাড়ীয়া; সর্ব থানা ও জেলা - বরগুনাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বরগুনা সদর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/11/2022
আর্কাইভ তারিখ
30/11/2022