বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে 'বরগুনা জেলা পুলিশ' নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৩/০৮/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনা'র অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বরগুনা'র এসআই(নিঃ) মোঃ বশির আহম্মেদ সংগীয় অফিসার ফোর্সসহ রাত ১২.৪৫ ঘটিকার সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ বরগুনা জেলার বরগুনা জেলার বরগুনা সদর
থানাধীন ০৮ নং বরগুনা সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ ক্রোক থেকে ০৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ০১। মোঃ সেলিম হাওলাদার (৬০) পিতা-মৃতঃ সালেম উদ্দিন ওরফে সালেহ, সাং- ঢলুয়া ৭ নং ওয়ার্ড ০২। মোঃ রিয়াজ পঞ্চাইত (৩৪)পিতা- মনোয়ার, সাং- ক্রোক ০৬ নং ওয়ার্ড ০৩। মোঃ জসিম পঞ্চািত (৪০) পিতা- মৃত পনু মিয়া, সাং- ক্রোক ০৬ নং ওয়ার্ড ০৪। মোঃ কাওছার (৪৭) পিতা- মৃতঃ আঃ করিম, সাং- পরিরখাল, ০৯ নং ওয়ার্ড, ০৫। মোঃ রাজিব (২৮) পিতা- মোঃ মোশারেফ মিয়া, সাং- আমতলার পাড় পৌরসভার ০৫ নং ওয়ার্ড ০৬। মোঃ মনির (২৮) পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- হেউলিবুনিয়া ০৫ নং ওয়ার্ড, সর্ব থানা ও জেলা- বরগুনা । ঘটনা সংক্রান্তে বরগুনা সদর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।