শিরোনাম
বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৩৫ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার
বিস্তারিত
মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় পুলিশকে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য ধারাবাহিকভাবে দিক-নির্দেশনা প্রদান করে চলেছেন।
অভিযান ০১ঃ
গত
১৩/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) জ্ঞান কুমার দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানাধীন ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না শিকদার বাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামী ১। মোঃ মেহেদী হাসান(২৫) পিতা- জাকির হোসেন, সাং ভয়াং, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালীকে ১০০ পিস অবৈধ মাদক ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৩০,০০০/- টাকা।
অভিযান ০২ঃ
অদ্য ১৪/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ ইমাম হোসেন সোহাগ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানাধীন ৬ নং বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা গ্রামের আব্দুল হাকিম এর বাড়ির উঠান হইতে মোঃ হাসিব(২০) পিতা- আব্দুল হাকিম, সাং ছোট লবনগোলা, থানা ও জেলা- বরগুনাকে ৩৫ পিস অবৈধ মাদক ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ১০,৫০০/- টাকা।
উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।