Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরগুনায় নাশকতা সৃষ্টির প্রস্তুতির সময় আসামী গ্রেফতার ও ককটেল উদ্ধার
বিস্তারিত
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে  ২৯/১০/২০২৩ খ্রি.  ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই(নিঃ) মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জনজীবন ও সরকারি ও ব্যাক্তিগত সম্পত্তির ক্ষতিসাধন করারা প্রস্তুতির সময় বরগুনা সদর থানাধীন বরগুনা থানাধীন ০৮ নং বরগুনা সদর ইউনিয়ন এর ০৬ নং ওয়ার্ডস্থ ক্রোক অভিযান চালিয়ে অস্ত্রসস্ত্র সহ ১। মোঃ সেলিম মিয়া(৬২), পিতা- মৃত কাঞ্চন আলী, সাং-শিয়ালিয়া ২। মোঃ আঃ মতিন জোমাদ্দার(৫৫) পিতা-মৃত রহম আলী জোমাদ্দার, সাং-হেউলিবুনিয়া,  ৩। মোঃ আলমগীর হোসেন (৬৩) পিতা- মৃত আঃ রব আকন, সাং- পিটিআই আদর্শ পাড়া ৪। মোঃ আবুল কালাম (৪৯), পিতা মৃত কাঞ্চন আলী, সাং-শিয়ালিয়া, ৫। মোঃ মোস্তফা কামাল (৪২) পিতা- মৃত কাজী মেনাজ উদ্দিন, সাং ছোট তালতলী ৬। মোঃ সফিউদ্দিন মোল্লা(৬০) পিতা- মৃত রফিক উদ্দিন মোল্লা, সাং ঢলুয়া ৭। মোঃ খলিল মোল্লা(৬২) পিতা- মৃত আমিন উদ্দিন মোল্লা, সাং ঢলুয়া ৮। মোঃ ইসমাইল মুসুল্লি(৩৩) পিতা- মৃত আঃ রহিম সাং আমলকীতলা ৯। মোঃ আবু হানিফ আকন (৩৫), পিতা- মৃত কাজেম আলী আকন, সাং নলটোনা ১০। মোঃ আকবর হোসেন প্রিন্স(৩২), পিতা- মৃত সোহরাব হোসেন, সাং সদর রোড, কাঠপট্টি  সর্ব থানা ও জেলা-বরগুনা'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তার কাছ থেকে ১। ০৪ টি ককটেল ২। ১১ টি লাঠি ৩। ২২ টি ইটের টুকরা;  উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/10/2023
আর্কাইভ তারিখ
30/11/2023