মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে 'বরগুনা জেলা পুলিশ' সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪/০২/২৩ তারিখ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বশির আলম এর নেতৃত্বে এসআই কে এম রাশিদুর রহমান ও এসআই দেবাশীষ হাওলাদার সংগীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বামনা থানাধীন দক্ষিন বুকাবুনিয়া এলাকা হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আউয়াল সিকদার (২৭), পিতা-মোঃ জাহাঙ্গীর সিকদার, মাতা-মাহিনুর আক্তার, সাং-পিপড়াখালী, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী। বর্তমানে তাহার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাহার পিতা আবুল কালাম, মাতা-রেনুয়ারা বেগম, সাং-ভাদুঘর (উত্তর ভাদুঘর), থানা-ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
ঘটনা সংক্রান্তে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস