মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে 'বরগুনা জেলা পুলিশ' নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অভিযান-০১
গত ১৭/০৭/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই (নিঃ)/মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আমতলী থানাধীন বাইনবুনিয়া থেকে ধৃত আসামী ১। মোঃ বেল্লাল(২৩), পিতা-মোঃ মধু মৃধা ,স্থায়ী: গ্রাম- গুলিশাখালী (বাইনবুনিয়া, ৭নং ওয়ার্ড) ২। মোঃ মধু মৃধা(৪৮), পিতা-মৃত গণি মৃধা ,স্থায়ী: গ্রাম- গুলিশাখালী (বাইনবুনিয়া, ৭নং ওয়ার্ড) , উভয় থানা- আমতলী, জেলা -বরগুনাদ্বয়'কে ১ কেজি ১০০ গ্রাম অবৈধ মাদক গাঁজা সহ গ্রেফতার করা হয়।
অভিযান-০২
গত ১৬/০৭/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনা'র এসআই (নিঃ)/মোঃ মোশারেফ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ০২ নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী থেকে ধৃত আসামীমোঃ লিমন ফরাজি (২১) পিতা- নিজাম ফরাজী, সাং- জাকিরতবক, ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা'কে ৫০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা।
উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস