শিরোনাম
বরগুনায় পুলিশের পৃথক অভিযানে হিরোইন,ফেনসিডিল ও গাঁজা সহ ০৩ জন গ্রেফতার
বিস্তারিত
মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় পুলিশকে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য ধারাবাহিকভাবে দিক-নির্দেশনা প্রদান করে চলেছেন।
অভিযান ০১ঃ
গত ০৪/০৭/২০২৩ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই (নিঃ)/সুজন চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমতলী থানাধীন শাখারিয়া হতে আসামী মোঃ কাওছার মিয়া (৩১), পিতা-মোঃ মধু মিয়া, গ্রাম- আঠারগাছিয়া
(পঞ্চায়েত বাড়ী, গোডাঙ্গা) , উপজেলা/থানা- আমতলী, জেলা -বরগুনাকে ০৩ গ্রাম অবৈধ মাদক হিরোইন সহ গ্রেফতার করেন।
অভিযান ০২ঃ
গত ০৪/০৭/২০২৩ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই/মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানাধীন বরগুনা পৌরসভাধীন ০৭ নং ওয়ার্ডস্থ শেরে বাংলা সড়ক স্বর্ণকার পট্টি কর্ণিয়া ডিজিটাল ফটো ষ্টুডিও এর সামনে থেকে ১। সুমন কর্মকার(৪৪), পিতা-মৃত নরেন কর্মকার,গ্রাম- বরগুনা পৌরসভা (শের-ই বাংলা সড়ক ৭নং ওয়ার্ড) ২। মোঃ সাইফুল ইসলাম(২৬), পিতা-মোঃ আঃ সত্তার মুন্সী, গ্রাম- পোটকাখালী , সকল উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাদ্বয়কে ২ বোতল অবৈধ মাদক ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
অভিযান ০৩ঃ
গত ০৪/০৭/২০২৩ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বরগুনা সদর থানাধীন ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের আছিয়া সড়কের জনৈক কিছলুর দোকানের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ২,০০,০০০/- টাকা। অভিযুক্ত আসামী গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে