শিরোনাম
বরগুনায় পুলিশের পৃথক অভিযানে ০১ কেজি গাঁজা এবং ১ বছরের সাজাসহ ৩ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ ০২ জন গ্রেফতার
বিস্তারিত
মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় পুলিশকে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য ধারাবাহিকভাবে দিক-নির্দেশনা প্রদান করে চলেছেন।
অভিযান ০১ঃ
০৭/০৬/২০২৩ তারিখ ০৫.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা আমতলী থানার এসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমতলী আমতলী থানাধীন আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ একে স্কুল চৌরাস্তার পূর্ব পাশ হইতে আসামী ১। মোঃ বশির মুন্সি (৪১) পিং- আলী একাব্বর, মাতা- আছিয়া বেগম, সাং- খেকুয়ানী, থানা- আমতলী, জেলা- বরগুনা ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার হন। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৫০,০০০/- টাকা।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
অভিযান ০২ঃ
অদ্য ০৭/০৬/২৩ খ্রি: অফিসার ইনচার্জ, বেতাগী থানার সার্বিক তত্তাবধানে এসআই/ জিহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১ বছরের সাজাসহ ৩ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মো সাদ্দাম খান (২৭), পিতা মো আলম সাং দক্ষিণ করুনা ,০৩ নং ওয়ার্ড,থানা বেতাগী জেলা বরগুনাকে গ্রেফতার করা হয় ।