শিরোনাম
বরগুনায় পুলিশের পৃথক অভিযানে ২৩ পিস ইয়াবা সহ ০৪ জন গ্রেফতার
বিস্তারিত
মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় পুলিশকে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য ধারাবাহিকভাবে দিক-নির্দেশনা প্রদান করে চলেছেন।
অভিযান ০১ঃ
২৪/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা এসআই(নি:)/এইচ এম মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা থানাধীন ৭নং ঢলুয়া ইউনিয়নের কাঠালতলী মাদ্রাসার সামনে থেকে আসামী ১.নামঃ মোঃ ইউসুফ(২০), পিতা-মোঃ আবু আকন, গ্রাম- গোল বুনিয়া (৩নং ওয়ার্ড, ১০ নং নলটোনা ইউনিয়ন) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনা, ২. নামঃ মোঃ আবু সালেহ্(১৯), পিতা-মোঃ ইসমাইল হাং, সাং-বাসুকী, ২নং ওয়ার্ড,৯নং এম বালিয়াতলী ইউনিয়ন , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাকে ১২ পিস অবৈধ মাদক ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৬০০/- টাকা।
অভিযান ০২ঃ
২৪/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) জ্ঞান কুমার দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা জেলার তালতলী থানার ছোটবগী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্হ হইতে আসামী ০১। মোঃ রাহুল মৃধা (২৮) পিতা- মহারাজ মৃধা এ/পি চরপড়া ০৫ নং ওয়ার্ড ছোটবগী ইউপি, থানা- তালতলী, জেলা- বরগুনা, স্থায়ী সাং- পিপুলিয়া বাজার সংলগ্ন গ্রাম- হোগলপাতি, থানা- বামনা, জেলা- বরগুনা এবং ২। মোঃ সাবু হাওলাদার (৫২) পিতা- মোঃ আলম হাওলাদার, সাং- বাইনসামেথ, ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনাকে ১১ পিস অবৈধ মাদক ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৩০০/- টাকা।
উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।