শিরোনাম
বরগুনায় পুলিশের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা এবং ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামিসহ ০৩ জন গ্রেফতার
বিস্তারিত
মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় পুলিশকে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য ধারাবাহিকভাবে দিক-নির্দেশনা প্রদান করে চলেছেন।
অভিযান ০১ঃ
০২/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই(নিঃ) মোঃ নাজমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা থানাধীন ৮নং বরগুনা সদর ইউনিয়নের ক্রোক টু নিশানবাড়িয়া সড়কের ৬নং ওয়ার্ডস্থ ক্রোক হইতে আসামী মোঃছিদ্দিক(৩২), পিতা-দুলাল মীর ,স্থায়ী: গ্রাম- ক্রোক (ক্রোক স্লুইজ) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাকে ৫০ পিস অবৈধ মাদক ইয়াবা গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা।
অভিযান ০২ঃ
অদ্য ০২/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই(নিঃ) মোঃ নাজমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা থানাধীন ৮নং বরগুনা সদর ইউনিয়নের ক্রোক টু নিশান বাড়ীয়া সড়কের ৬নং ওয়ার্ডস্থ ক্রোক হইতে আসামী ১। মোঃ আবু সালেহ ঘরামী(৩০), পিতা-মৃত. আঃ রশিদ ঘরামী ,স্থায়ী: গ্রাম- বরগুনা সদর (ক্রোক(বৈঠাকাটা) ৬নং ওয়ার্ড, ৮নং সদর ইউপি) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৬,০০০/- টাকা।
উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
অভিযান ০৩ঃ
অদ্য খ্রি: ০৩/০৬/২৩ অফিসার ইনচার্জ, বেতাগী থানার সার্বিক তত্তাবধানে এএসআই/শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত ও ১০০০০/ টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামি মোঃ আসলাম হাওলাদার, পিং আঃ সালাম, সাং মধ্য কাজিরাবাদ, থানা- বেতাগী,জেলা- বরগুনাকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করে।