শিরোনাম
বরগুনায় পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগাদান
বিস্তারিত
০৪-১২-২০২২ খ্রি. জনাব এস এম আক্তারুজ্জামান, মাননীয় ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয় বরগুনা জেলায় শুভাগমন করেন। তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে সশস্ত্র সালাম প্রদান করেন।
মাননীয় ডিআইজি মহোদয় বরগুনা পুলিশ লাইন্সে "বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২" উপলক্ষে প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস এম তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত ক্রীড়া প্যারেডে অভিবাদন গ্রহন করেন এবং প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে "বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২" এর শুভ উদ্ভোধন করেন। এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব ফারুক উল হক, পিপিএম এবং পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলাসমূহের পুলিশ সুপার মহোদয়গনও উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠান শেষে ডিআইজি মহোদয় বরগুনা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সবশেষে মাননীয় ডিআইজি মহোদয় আগত অন্যান্য অতিথিবৃন্দ সহ বরগুনা জেলা পুলিশের আয়োজনে "বার্ষিক পুলিশ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২" এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় ও পটুয়াখালীর পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের গান পরিবেশনের মাধ্যমে এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় বরগুনা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ এবং বরগুনা জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন।