শিরোনাম
"বরগুনায় পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত"
বিস্তারিত
০৯ এপ্রিল ২০২৩ খ্রিঃ রবিবার বরগুনা জেলা পুলিশের উদ্যোগে অগ্নিকাণ্ড ও অগ্নিকাণ্ড সৃষ্ট দুর্ঘটনা হতে সাধারণ মানুষের জীবন ও সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং পুলিশ সদস্যদের মধ্যে অগ্নিনির্বাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্স, বরগুনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস এম তারেক রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন থেকে আগত একদল
দক্ষ প্রশিক্ষণ কর্মীর সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত সকল পুলিশ সদস্যদেরকে অগ্নিনির্বাপণের কৌশল সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ এবং ব্যবহারিক জ্ঞান প্রদান করেন। বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা ও তা থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের কৌশল; কোথাও আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার এবং কৌশল অবলম্বন করে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
উক্ত মহড়ায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং সিভিল স্টাফবৃন্দ উপস্থিত থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন।