শিরোনাম
বরগুনায় পুলিশ সুপার মহোদয় কর্তৃক অপরাধের ঘটনাস্থল পরিদর্শন
বিস্তারিত
বরগুনা জেলাধীন সদর থানার ০৫নং আয়লাপাতাকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পাকুরগাছিয়া সাকিনে ইউপি সদস্য নির্বাচন ও স্থানীয় অদিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আসাদুজ্জামান আকাইত হোসেন ঠান্ডা(৩৮), পিতা-মৃত সত্তার আকন এবং সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম পনু(৫২), পিতা-মৃত মোসলেম আলী আকন এর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।
সর্বশেষ গত ০২/০৫/২০২৩ ইং তারিখ রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা করে। সংবাদ
প্রাপ্তির সাথে সাথে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম পনু(৫২) মারা যান এবং এছাড়াও উভয় পক্ষের আরো ০৫ জন আহত হন। তাৎক্ষনিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উভয়পক্ষের ১০(দশ) জনকে আটক করা হয়েছে।
বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় অদ্য ০৩/০৫/২৩ ইং উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। ঘটনাস্থল ও পারিপার্শ্বিক পরিবেশের সাথে সংঘটিত অপরাধের তুলনামূলক বিচার সাপেক্ষে সংশ্লিষ্ট পুলিশ অফিসারগনকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করে এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনবে। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।