শিরোনাম
বরগুনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন
বিস্তারিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে অদ্য ০৮-০৮-২০২৩ খ্রি. বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুুস্পস্তবক অর্পণ করেন জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা মহোদয়। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁর রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
জনাব মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জম্মবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপার, বরগুনা মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, বরগুনার সভাপতিত্বে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জীবনী ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ দুস্থ, অসহায়, দরিদ্র, স্বামী পরিত্যক্তা ও বিধবাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়।