শিরোনাম
বরগুনায় বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের শুভাগমন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভায় অংশগ্রহণ
বিস্তারিত
০৪/১২/২২ইং সকাল ১০ঃ০০ ঘটিকায় বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয় বরগুনা জেলায় শুভাগমন করেন। এ সময় তাঁকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়। পাশাপাশি পুলিশের একটি সুসজ্জিত দল সম্মানিত ডিআইজি মহোদয়কে সশস্ত্র সালাম প্রদান করেন।
অতঃপর সকাল ১১ঃ০০ ঘটিকায় বরগুনা শিল্পকলা একাডেমি হল রুমে ‘চল যাই যুদ্ধে মাধকের বিরুদ্ধে’ শ্লোগানকে
সামনে রেখে সচেতনতামূলক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ, বরগুনা পৌর মেয়র এড,কামরুল আহসান মহারাজ, পিপি অ্যাডভোকেট ভুভন চন্দ্র হালদার, এড,মোঃ শাহজাহান মিয়া,বরগুনা জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মোঃ মাসউদ প্রমুখ।
এ সভায় স্কুল, কলেজের ছাত্র/ ছাত্রীসহ সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নিয়ে বক্তব্য প্রধান করেন। প্রধান অতিথি মহোদয় ছাত্র-ছাত্রী সহ উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বরগুনা জেলায় মাদক নির্মূলে সমন্বিত প্রচেষ্টার উপর জোড় আরোপের পাশাপাশি সকল শ্রেনী-পেশার লোকজনকে সচেতন হওয়ার আহ্বান জানান।