০৪/০৪/২০২৩ ইং বরগুনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভমূল্যে প্রাণী সম্পদ পণ্য ডিম, দুধ, মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান, জেলা প্রশাসক, বরগুনা; জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা; জনাব মোঃ জাহাঙ্গীর কবির, জেলা পরিষদ চেয়ারম্যান, বরগুনা এবং জনাব অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, মেয়র, বরগুনা পৌরসভা সহ স্থানীয় সেবা প্রত্যাশী বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সমাজের নিন্মবিত্ত জনসাধারণের জন্য পবিত্র রমজান মাস জুড়ে সুলভ মূল্যে মাছ-মাংস-দুধ-ডিম সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণকল্পে এই "সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্র" ব্যবস্থা চালু করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার বরগুনা মহোদয় অনুষ্ঠান শেষে অন্যান্য অতিথিবৃন্দের সঙ্গে বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং এই উদ্যোগের সফল বাস্তবায়নে বরগুনা জেলা পুলিশের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস