বরগুনায় হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর
বিস্তারিত
বরগুনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের কার্যকরী নির্দেশনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে "হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম" আরো বেগবান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৬/০৭/২০২৩ ইং বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাশেম মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এএসআই(নিঃ) মোহাম্মদ মাসুম হোসেন কতৃক হারানো মোবাইল ঢাকা, চট্টগ্রাম শরিয়তপুর ও অত্র জেলার তালতলী থানা এলাকা থেকে ৪টি
মোবাইল উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দেয়া হয়। এ সময় ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনগুলি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং মোবাইল ফেরত পেয়ে তারা অনেক খুশি হয়েছেন বলে আমাদের জানান। এছাড়া তারা বরগুনা জেলার পুলিশ সুপার মহোদয়সহ বরগুনা সদর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।