শিরোনাম
বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পাথরঘাটা সদর, নাচনাপাড়া, চরদুয়ানী ও রায়হানপুর ইউনিয়ন পরিষদ নিবার্চন/২০২১ (৩য় পর্যায়) উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
বিস্তারিত
আগামী ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ ৩য় পর্যায়ে অনুষ্ঠিতব্য বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পাথরঘাটা সদর, নাচনাপাড়া, চরদুয়ানী ও রায়হানপুর ইউনিয়ন পরিষদ নিবার্চন/২০২১ উপলক্ষে পাথরঘাটা কে. এম. মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ফোর্স ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বরগুনা মহোদয়।
এ সময় জনাব মোঃ তোফায়েল হোসেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল), জনাব মোঃ মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ আবুল বাশার, অফিসার ইনচার্জ, পাথরঘাটা থানা, বরগুনা সহ বিভিন্ন ইউনিট হতে আগত ইন্সপেক্টরবৃন্দ এবং অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন ।