বরগুনা জেলায় কর্মরত নায়েক থেকে এএসআই(সঃ) পদে পদোন্নতি হওয়ায় তাদেরকে অদ্য ৩০/০৬/২০২২খ্রি. জনাব এস এম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মহরম আলী(ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার,বরগুনা মহোদয় র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এএসআই(সঃ)/১১৯ মোঃ নিয়াজ সরদার, এএসআই(সঃ)/১৮৪ শরীফ মোঃ এহসানুল কবির, এএসআই(সঃ)/১৬৮ মোঃ আবদুর রহমান এএসআই(সঃ)/১৯৮ মোঃ জসিম উদ্দিন, এএসআই(সঃ)/১৮১ মোঃ মোশারফ হোসেন, এএসআই(সঃ)/১৭৮ মোঃ সোহেল রানা, এএসআই(সঃ)/১৯৪ সুধন্য কুমার রায় গণ নায়েক হতে এএসআই(সঃ) পদে পদোন্নতি প্রাপ্ত হন। এসময় সদ্য পদোন্নতি প্রাপ্ত সকল এএসআই(সঃ)গণকে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ অভিনন্দন জানান এবং তাদের নিজ নিজ দায়িত্ব পালনে কর্মস্পৃহা বৃদ্ধিতে দিক নির্দেশনা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস