মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে অদ্য ১৬ ডিসেম্বর, ২০২২ খ্রি. সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।
সকাল ৬.৪৫ ও সকাল ০৭.১৫ ঘটিকায় যথাক্রমে বরগুনা পৌরসভাস্থ গণকবরে ও শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার বরগুনা ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয়, সভানেত্রী (পুনাক), জনাব এস এম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনাসহ বিভিন্ন সরকারী/বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ। এ সময় বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকাল ৮ঃ৩০ ঘটিকায় বরগুনা জেলা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, বরগুনা জেলা পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয় অভিবাদন গ্রহন করেন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস